রাজশাহীর বাগমারায় মাস্কের দাম বৃদ্ধি, ভবানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক: চলমান করোনা ভাইরাসের কারনে রাতারাতি মাস্কের মূল্য বৃদ্ধি করেছে ব্যবসায়ীরা। এমন অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ।
সাধারনের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (১০/০৩/২০২০) বিকেলে ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় মাস্কের মূল্য বেশি নেয়ার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। মাস্কের মূল্য সাধারণত ১০ থেকে ২০ টাকা। কিন্তু আব্দুর রাজ্জাক প্রতিটি মাস্ক বিক্রি করছিলেন ৮০ থেকে ১০০ টাকায়।
অভিযান শেষে এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে মাস্কের মূল্য অতিরিক্ত নেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে তিনি সাধারণকে অতিরিক্ত মূল্যে মাস্ক না কেনার পরামর্শ প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.