রাজশাহীর পুঠিয়ায় বাবা নেই মা হয়েছেন প্রতিবন্ধী তরুণী’ ডিএনএ পরীক্ষায় মিলবে সঠিক পিতৃপরিচয়

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীর কোলে কন্যা সন্তান, পিতৃ পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্র থেকে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি গ্রামের দিনমজুরের বুদ্ধি-প্রতিবন্ধী তরুণী চলতি বছরের গত (১২ জুলাই) রবিবার রামেক হাসপাতালে ১টি কন্যা সন্তানের জন্ম দেয়। এর পর থেকে কন্যা সন্তানের পিতৃ পরিচয় নিয়ে গুনঞ্জন শুরু হয়।
ভুক্তভোগি তরুণীর পরিবারের অভিযোগ, উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর গ্রামের আবুল কালামের পুত্র সোহেল রানা (৩০), বুদ্ধি-প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলভোন দেখিয়ে শারিরিক সম্পর্ক গড়ে তুলে। এতে বুদ্ধি-প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্তা হয়ে পড়ে।
বিষয়টি জানাজানি হলে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকে সমাধান করার চেষ্টা চালানো হয়। এতে অভিযুক্ত সোহেল রানার পরিবার প্রতিবন্ধী তরুণীকে বিয়ে করতে রাজি না হওয়ায় গত (৯ জানুয়ারী) বৃহস্পতিবার প্রতিবন্ধীর পিতা পুঠিয়া থানায় অভিযোগ দিলে পুঠিয়া থানা পুলিশ অভিযুক্ত সোহেল রানাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, প্রতিবন্ধী তরুণীর পিতার অভিযোগের ভিত্তিতে সোহেল রানাকে আটক করা হয়। বুদ্ধি-প্রতিবন্ধীর কন্যা সন্তানের পিতৃপরিচয় ডিএনএ পরীক্ষার করলে আসল পিতৃপরিচয় পাওয়া যাবে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.