রাজশাহীর দুর্গাপুরে পোড়ামাটির মূর্তি উদ্ধার

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বিয়াড় গ্রামে একটি পুকুরের পার্শে একটি মূর্তি দেখতে পান স্থানীয় লোকজন। পরে, স্থানীয় লোকজনের মধ্যে মূর্তিটি নিয়ে জল্পনার সৃষ্টি হয়। মূর্হুতেই হইচৈই পড়ে যায় পুরো এলাকা জুড়ে। এ ব্যাপারে থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন দুর্গাপুর থানা পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এটি পোড়ামাটির একটি মূর্তি। এটি খুব একটি দুর্লভ বা মূল্যবান কিছু না। উপজেলার বিয়াড়গ্রামের আনিছুর রহমান নামের এক ব্যক্তির পুকুরের পাশে মূর্তিটি দেখতে পায় লোকজন।
পরবর্তীতে স্থানীয় লোকজনদের মধ্যে মূর্তিটি নিয়ে হইচৈই পড়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে বিয়াড়গ্রাম থেকে পোড়ামটির মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এটি উদ্ধারের পর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আইন অনুযায়ী পোড়ামাটির মূর্তিটি প্রত্বতত্ত অধিদপ্তরের জমা দেওয়া হবে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.