উজিরপুরে প্রধানমন্ত্রী কর্তৃক ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র উদ্বোধনস্থল পরিদর্শন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপজেলার রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজে বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
এ উদ্বোধনকে ঘিরে আজ বৃহস্পতিবার (২০ মে) বিকাল সাড়ে ৩টায় ওই স্থান পরিদর্শন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) জয়দেব চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ রহমত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এস জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ওসি জিয়াউল আহসান, ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুখেন্দ শেখর বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা যায়, আগামী রবিবার (২৩ মে) সকাল ১০টায় ওই ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রটি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলবেন। এ সময় ওই স্থানে আরো উপস্থিত থাকবেন বিভাগের সকল সংসদ সদস্য, সংরক্ষিত নারী সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন মহলের জনসাধারণ উপস্থিত থাকবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.