রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, আহত একজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এক সহপাঠী প্রাণে বেঁচে যায়। তারা সবাই রাতাহারি ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী তানোর আমনুরা মহাসড়কের সাধুরমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন, উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আব্দুল আলিম সোহাগ (১২) ও আলমঙ্গীর হোসেনের ছেলে সুমন (১১)। এছাড়া আহত সহপাঠী হলেন, জাহিদ হাসান (১১)। আহত নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, একটি সাইকেলে তারা তিনজন অপর সহপাঠীকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে যায়। পথে সাধুর মোড় এলাকায় মাইক্রোবাসের সঙ্গে বাইসাইকেলের ধাক্কা লাগে তারা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এছাড়া আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘাটত মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.