রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এবার ভর্তির সুযোগ পাচ্ছে ১৫ বিদেশী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে আবেদনের প্রেক্ষিতে ১৫জন বিদেশি শিক্ষার্থীকে ভর্তির জন্য অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস শাখার প্রধান উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যায়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, ২০১৯-২০ সেশনে ভর্তির জন্য অনুমোদন দেওয়া সকলেই নেপালি। তাদের মধ্যে এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৪জন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে ৮জন ও ফার্মেসী বিভাগে ৩জন সুযোগ পেয়েছেন।

একাডেমিক শাখা থেকে আরও জানা যায়, ২০১৯-২০ সেশনে বিভিন্ন দেশ থেকে ২২জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। যাচাই-বাছাই শেষে ১৫জন শিক্ষার্থীকে ভর্তি অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে বিভিন্ন দেশ থেকে মার্স্টাসে ভর্তির জন্য ৩২জন বিদেশী শিক্ষার্থী আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে ২৭জনকে ভর্তির অনুমোদন দিয়ে অফার লেটার পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি ৫টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এরআগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৭জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.