রাজশাহীতে সাইন্টিফিক সেমিনারে বক্তারা দেশে হাইপো থাইরয়ডিজম বৃদ্ধি পাচ্ছে

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহীতে “আপডেট ইন নিউক্লিয়ার মেডিসিন বি,এম,ডি এন্ড পেট সিটি” প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ আমীর উদ্দিন গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সোসাইটি অফ নিউক্লিয়ার মেডিসিন এন্ড ইনিস্টিটিউট এফ নিউক্লিয়ার মেডিসিন এ্যান্ড এ্যালাইড সাইন্স রাজশাহী যৌথ ভাবে এ সাইন্টিফিক সেমিনার আয়োজন করে।

দেশে দিন দিন হাইপো থাইরয়ডিজম বৃদ্ধি পাচ্ছে। হাইপো থাইরয়ডিজম থেকে কিভাবে সুস্থ্যভাবে বেঁচে থাকা যায় এবিষয়ে চিকিৎসকরা আলোচনা করেন।

সাইন্টিফিক সেমিনারে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. রাইহান হুসাইন, প্রেসিডেন্ট সোসাইটি অফ নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশ, প্রফেসর ডা. নওশাদ আলী, প্রিন্সিপাল, রাজশাহী মেডিকেল কলেজ, প্রফেসর ডা. মোস্তফা শামীম আহসান, ডিরেক্টর ইনিস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এ্যান্ড এ্যালাইড নাইন্স, রাজশাহী। সেমিনারের সাইন্টিফিক পার্টনার ছিলো নুভিস্তা ফার্মা লিমিটেড।

বার্তা প্রেরক: প্রফেসর ডাঃ মোস্তফা শামীম আহসান, ডিরেক্টর, ইনিস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এ্যান্ড এ্যালাইড নাইন্স, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.