রাজশাহীতে লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত কাল, জানালেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কঠোর লকডাউন দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামীকাল বুধবার (০২ জুন)। জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল আজ মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে গঠিত বিভাগীয় পর্যায়ের কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। দুপুর ২টার পর আমরা জানাতে পারব যে আসলে কী হচ্ছে।
তিনি বলেন, এখন সারাদেশব্যাপী যে লকডাউন আছে, সেটাই রাজশাহীর জন্য প্রযোজ্য হবে, নাকি আমরা চাঁপাইনবাবগঞ্জের মত আরেকটু কঠোর পর্যায়ে যাব সেটা আগামীকালই জানাতে পারব।
সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার রাজশাহীতে ১ হাজার ৫২৫ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১ হাজার ৪১৯ জনই ছিলেন রাজশাহী মহানগর এলাকায়। আর বাকি ১০৬ জন চিকিৎসাধীন ছিলেন জেলার নয় উপজেলায়। গতকাল সোমবার রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৪৮ দশমিক ৯১ শতাংশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.