রাজশাহীতে পালিত হয়েছে ডায়বেটিস কল্যাণ কেন্দ্রের ৩০ বছর পূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার বেলা ১১ টায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রাজশাহীতে পালিত হয়েছে ডায়বেটিস কল্যাণ কেন্দ্রের ৩০ বছর পূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস।  ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ ও সকল গর্ভধারণ হোক পরিকল্পিত, এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে আলুপট্টি সমিতির উদ্যোগে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র‌্যালীতে অংশ নেন, রাজশাহী ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের পরিচালক ড: এফ.এম.এ জাহিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু, রাজশাহী বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান প্রমুখ।র‌্যালী শেষে এই প্রতিপাদ্যের উপরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সব শেষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ গরীব রোগীদের মাঝে বিনামূল্যে ইনসুলিন বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি রাকিবুল হাসান শুভ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.