ফুটপাত যেন মরণ ফাঁদ

ছবি- শামীম আক্তার ডাবলু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নতুন প্রভাত প্রত্রিকা অফিসের সামনে ফুটপাত যেন মরণ ফাঁদ তৈরি হয়েছে। দীর্ঘ দিন যাবৎ এই পুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে বিপদের সম্মুখিন হচ্ছে। ড্রেনের উপর ফুটপাত দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে কারণ রেলগেট হতে নগর ভবন মাত্র ২০০গজ দুরে। ঠিক এরই মাঝে নতুন প্রভাত প্রত্রিকার অফিসের সামনে ফুটপাতের উপর পর পর দুইটি স্লাবই গায়েব।

 

ছবি- শামীম আক্তার ডাবলু

এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবার রাত্রেও এক যুবতী মেয়ে ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেলাইদিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। রাজশাহী নগর ভবনের কাছাকাছি হলেও এই মরণ ফাঁদ ফুটপাত আজ অবধি মেরামত করা হয়নি। তাই সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

যত শিঘ্রই সম্ভব এই ফুটপাত মেরামতের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন ঐ এলাকার জনসাধারণ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.