রাজশাহীতে নিরাপদ সড়কের দাবিতে সিরাক বাংলাদেশের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:  “আমাদের সড়ক নিরাপদ হোক” স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে নিরাপদ সড়কের দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাক বাংলাদেশ রাজশাহী বিভাগীয় যুব ফোরাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে এলাকায় আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এ সময় সারাদেশের সড়ক দুর্ঘটনার ব্যাপকতাকে কমিয়ে আনতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সিরাক বাংলাদেশ রাজশাহী বিভাগীয় শাখার সমন্বয়ক মো. মাহমুদুল হাসান শিশিরের সভাপতিত্বে অংশ নেন- রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক আসলাম-উদ- দৌলা, সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই-নিসচা’র জেলা শাখার সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, বরেন্দ্র শিক্ষা সাংস্কৃতি ও বৈচিত্র রক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাওয়াদ আহমেদ রাফি, এলিজিবল ইয়্যুথ ফর ইভোল্যুশানের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম নবী রনি, সূর্যকিরণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শাইখ তাসনীম জামাল, রোটারএ্যাক্ট ক্লাব অফ পদ্মা রাজশাহী সভাপতি রাজীব মোহন্ত, রোটারএ্যাক্ট ক্লাব অফ রাজশাহী কলেজ সভাপতি জাহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৫৫ ব্যক্তির প্রাণহানি হচ্ছে। আর বাংলাদেশ রিসার্চ ইন্সটিটিউটের গবেষণা বলছে, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১২,০০০ মানুষ নিহত ও ৩৫,০০০ আহত হন। ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বহুল আলোচিত ‘সড়ক পরিবহন আইন, ২০১৮।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.