রাজশাহীতে জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে গণতন্ত্র দিবস পালন করেছে জাতীয় পার্টি। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা জতীয় পার্টির যুগ্ন আহবায়ক অশক রাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস পেসিডেন্ট ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহবায়ক সাইফুল ইসলাম স্বপন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ড.মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। সভা পরিচালনা করেন জেলা জাতিয় পার্টির সদস্য সচিব মো: ইকবাল হোসেন।

এ সময় জাতীয় রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহবায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, দেশে এখন সাংবিধানিক একনায়কত্ব চলছে। সংবিধানের ৭০ ধারা গণতান্ত্রিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদই দেশে গণতন্ত্রের সূচনা করেছিলো।

এ সময় অন্যন্নদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, মহানগর যুবসংহতির সদস্য সচিব এস.কে. তুষার, যুবসংহতি, রাজশাহী জেলা শাখার সভাপতি মুনসুর রহমান, জেলা যুবসংহতির সহ-সভাপতি মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মিনারুল ইসলাম কালুফরমান আলী, রায়হান, সামসুদ্দিন মন্ডল, তৌহিদুল ইসলাম, সামসুদ্দিন মন্ডল, আব্দুস সালাম, জেলা জাতীয় পার্টির সদস্য মাইনুল ইসলাম, রাজশাহী মহানগর জাতীয় পাটির সদস্য এশারুল ইসলাম, সাহিদ রওশন ইশান, সাইফুল ইসলাম খোকন, বোয়ালিয়া থানা সভাপতি ও সদস্য মহানগর জাতীয় পাটির্র আনোয়ার হোসেন দিপক প্রমুখ।

বার্তা প্রেরক: ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, সদস্য সচিব, রাজশাহী মহানগর জাতীয় পার্টি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.