রাজশাহীতে জাতীয় ঐক্য ফ্রন্টের বিভাগীয় মহাসমাবশে সফল করতে প্রতিনিধি সভা

 

বিএনপি প্রতিবেদকগণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশমাতা বেগম খালেদা জিয়ার নি:শর্থ মুক্তি দিতে হবে। অবিলম্বে জাতীয় ঐক্য ফ্রন্টের ৭ দফা দাবী মেনে নাও নিতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই স্লোগান নিয়ে আজ সোমবার বিকাল ৪ টায় রাজশাহীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্কে বিকেলে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৯ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্য ফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাপাইনবাবগঞ্জ সদরের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সৈয়দ মহসিন আলী।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহামন পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী ও শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, বোয়ালিয়া থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু ও হাবিবুর রহমান বিপ্লব, রাজপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরদা পারেভজ পিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদ আলম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সবাপতি মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল গফুর, ৩২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাব্বান আলী, ৩৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মালেক, ৩৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মায়নুল হক হারু, মহানগর যুবদলের সহ-সভাপতি আনোয়ার আক্তার কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সহ প্রচার সম্পাদক রাকিব হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ, হাসানুজ্জামান শাহীন, মোজাফ্ফর হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জাল ইষরাম শুভ ও প্রচার সম্পাদক রতন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বীন খালেদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাশেম শেখ ও ধর্ম বিষয়ক সম্পাদক মেরাজ, শ্রমিক দলের সাংগটনিক সম্পাদক রবিউল ইসলাম, পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ।

আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন-আরা পপি, অধ্যাপিকা সখিনা খাতুন, নুরুন্নাহার বেগম, সামসুন্নাহার, জরিনা ও গুলশান আরা মমতা, কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য ইলিয়াস বীন কাশেম, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি, নাহিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন কনক, মহানগর সংগ্রামী দলের ষবাপতি আনোয়ার হোসেন আনান, সিনিয়র সহ-সভাপতি সুব্রত রায় ও সাধারাণ সম্পাদক মৌমিনুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের সংগঠনিক ৩৫টি ওয়ার্ডের নেতাকর্মী।

সভায় আগামী ৯ নভেম্বর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্য ফ্রন্টের মহাসমাবেশ সফল করতে সকল বাদা উপেক্ষা নেতাকর্মীরা সময় মত মাঠে উপস্থিত হবেন বলে প্রতিশ্রিতি দেন। সেইসাথে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবেন বলে জানান।#( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.