রাজশাহীতে আজ থেকে জেলার সকল এনজিওর কিস্তি আদায় স্থগিত


নিজস্ব প্রতিবেদক:  আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠির বর্তমান অবস্থা বিবেচনা করে সকল এনজিওর কিস্তি আদায় স্থগিত করেছে রাজশাহী জেলা প্রশাসন। সাম্প্রতিক করোনা প্রতিরোধে দারিদ্র জনগোষ্ঠির বেহাল অবস্থায় এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

এর আগে জেলা প্রশাসক হামিদুল হক গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুরে তার ফেসবুক আইডিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সকল এনজিও কে কিস্তি আদায় না করার জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সকল এনজিওকে কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল এনজিওর কাছে চিঠি পাঠানো হয়েছিলো। এবং তাদের এ বিষয়ে বলা হয়েছে আজ মঙ্গলবার থেকে তার বাস্তবায়ন করা হবে। কোনো এনজিও যদি আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে কিস্তি আদায় করে বিষয়টি আমাদের জানলে আমরা সেটা গুরুত্ব সহকারে দেখবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.