রাকাব-এর চেয়ারম্যান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় তাঁর নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন এবং রাকাব পরিবারের সকল সদস্য চেয়ারম্যানের আশু রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আজ সোমবার (০৫ এপ্রিল) দুপুরে রাকাব-এর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. জামিল মুঠোফোনে জানান, গত ২ এপ্রিল কোভিড-১৯ পরীক্ষা করা হলে তাঁর করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। বর্তমানে রাকাব চেয়ারম্যানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দ্রুত আরোগ্য লাভের জন্য তিনিও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.