নাটোরে কড়া পুলিশি পাহারার মধ্যে লকডাউন চলছে : পাঁচ দোকানে জরিমানা


নাটোর প্রতিনিধি: নাটোরে কড়া পুলিশি পাহারার মধ্যে লক ডাউন চলছে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশ শহরে টহল দিচ্ছে।
ইতোমধ্যে শহরে অভিযান চালিয়ে মোট পাঁচটি দোকানে মোট এক হাজার দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রাস্তায় রাস্থায় নিরাপদ দুরত্ব পালন করার জন্য মাইকিং করছে পুলিশ।
তবে শহরে বিচ্ছিন্নভাবে কিছু রিকসা ও অটো চলাচল করছে। পন্যবাহী ট্রাকছাড়া কোন যানবাহন চলাচল করছেনা। অপরদিকে দোকান খোলা রাখার জন্য জরিমানা করা হচ্ছে। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন। যারা এই নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে জরিমানা ও জেলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করছে পুলিম। সরকার নির্দেশিত ১৮ দফা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.