রঙ দিয়ে তৈরী হত মবিল!


নাটোর প্রতিনিধি: বিভিন্ন রঙ দিয়ে তৈরী করা হত মবিল। আর সেই মবিল সরবরাহ করা হতে দেশের বিভিন্ন প্রান্তে। শহরের উপশহর এলাকার একটি গোডাউনের ভিতর এমন এক নকল মবিল কারখানার সন্ধান পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোর জেলা শাখা।

পরে বৃহম্পতিবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান এবং এনএসআই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে এজি লুব্রিকেন্ট এর মালিক জহুরুল ইসলামকে ৪০হাজার ২’শ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সূত্র জানায়, বনপাড়া মানিকপুর এলাকার বাসিন্দা এজি লুব্রিকেন্ট এর মালিক জহুরুল ইসলাম নাটোরের উপশহর এলাকার বিএনপি নেতা আমিনুল ইসলামের গোডাউন ভাড়া নেয়। এই গোডাউনে বিভিন্ন রং মিছিয়ে সে নকল মবিল তৈরী আসছিল। এরপর ছোট ছোট ট্রাকে বিভিন্ন গাড়ী কো¤পানীর কাছে সরবরাহ করছিল তারা।

পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ওই নকল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল মবিল তৈরীর সরঞ্জাম জব্দ করেতারা।

পরে কারখানা মালিক জহুরুল ইসলামকে ৪০হাজার ২’শ টাকা জরিমানা করে সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.