রক্তাক্ত জেএনইউ , মুখোশধারী আততায়ীর হামলায় আহত ৩৪

কলকাতা প্রতিনিধি: জেএনইউয়ের সবরমতি হোস্টেলে (লেডিস হস্টেল) ঢুকে লাইটের কানেকশান বন্ধ করে ছাত্দের উপর হামলা হয় ৷ ৩৪ জন আহত ৷
রডের আঘাতে মাথার হাঁ হয়ে যাওয়া অংশে সেলাই পড়েছে ১৫-১৬টি। বাঁ হাতে প্লাস্টার অবস্হায় ২৪ ঘন্টার মধ্যেই জেএনইউয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সাংবাদিক বৈঠককে জানালেন আই অ্যাম ব্যাক। লড়াই থেকে এক ইঞ্চিও পিছু হঠার প্রশ্ন নেই। বর্ধিত ফি প্রত্যাহারের দাবি না-মেটা পর্যন্ত তা চলবে।’ সাবরমতী হস্টেলের কাছেই যে ক্যান্টিন, সেখানে একটি গাড়ির কাছে তাঁদের কী ভাবে রড দিয়ে বারবার মারা হয়েছে জানালেন তিনি, বললেন দাঁড়িয়ে থাকা কাচ চুরমার হয়ে যাওয়া একটি গাড়ি তার সাক্ষী ৷ তার মুখে তখনও কোন যন্ত্রণার ছাপ ছিল না উল্টে প্রতিবাদে সোচ্চার হয়েছে, এবিভিপি শুনে রাখুক, এ ভাবে জেএনইউয়ের চরিত্র বদলে দিতে পারবে না তারা “।
যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্টসি বিশ্ববিদ্যালয় এই প্রতিবাদে রাস্তায় নেমেছে কলকাতায় ৷ সিআইডি এবং স্পেশাল ক্রাইম ব্রান্ঞ্চয়ের তদন্ত শুরু হয়েছে উঠে এসেছে চান্ঞ্চল্যকর তথ্য ৷ পাওয়া গেছে বহু ফুেটজ ভিডিও ৷ জানা গেছে ‘ইউনিটি এগেনস্ট লেফ্ট’ নামে হোয়াটস এ্যাপে গ্রপ করে সাংকেতিক ভাষায় পূর্ব পরিকল্পনা করে এই আক্রমণ করা হয়েছে ৷ এবং তারা হস্টেলের রুম নং বেছেবেছে বাম পন্থীদের উপর হামলা করেছে ৷
এদিকে হিন্দু রক্ষা দল কার্যত ঔদ্ধত্যের সঙ্গে স্বীকার করে নিয়ছে এই হামলার দায় ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.