রংপুরে তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, কষ্টে তিস্তা পাড়ের বাসিন্দারা (ভিডিও)

রংপুর প্রতিনিধি: হঠাৎ উজানের ঢলে খা খা তিস্তার বুকে পানির তোরজোড়। যেনো নিমিষেই সব তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। তিস্তার আচরণটাই এরকম বলছেন তিস্তাপাড়ের মানুষগুলো। তাঁরা চায় তিস্তার স্থায়ী সমাধান। তবে এমন পরিস্থিতি এখনো সৃষ্টি হয় নাই। সার্বক্ষনিক মনিটারিং করছে জেলা প্রশাসন বলছেন জেলার শীর্ষ কর্মকর্তা —–।
ভারত থেকে নেমে আসা উজানের ঢলে হঠাৎ তিস্তা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর জেলার বিশেষ করে গঙ্গাচড়ার লক্ষীটারী কোলকন্দ ও লোহানী ইউনিয়ন এবং কাউনিয়ার টেপা মধুপুর নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানিতে তলিয়ে যায়। ফলে তিস্তার পানি ঘরবাড়িতে প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষ। পায়নি সরকারী সাহায্য সহযোগিতা বলছেন পানিবন্দী এই মানুষ গুলো—
আচমকা তিস্তার এই আচরণে অভ্যস্থ এই তিস্তাপাড়ের বাসিন্দাদের দাবি ত্রান নয় চায় বাঁধ। তাঁরা চায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন—
তিস্তার পানি সামান্য হ্রাস পেলেও তেমন পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে মনিটারিং সেল রয়েছে সার্বক্ষনিক তৎপর বলছেন জেলার এই শীর্ষ কর্মকর্তা—
পরপর কযেক দফা বন্যার পর আবারও তিস্তার পানি বেড়েছে। ঘরবাড়িতে পানি উঠলেও সামান্য হ্রাস পাওয়া নেমে গেছে। কিন্তু এখনও ঠিকমত চলাফেরা,রান্নাবাড়া করতে পারছেন না নদীপাড়ের এই পানিবন্দি মানুষেরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.