যে সব শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধিশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে সব শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হচ্ছে। আজ শনিবার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষার্থীরা ভাষা, গনিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে যেমন দক্ষতা অর্জন করবে তেমনি মানবিকতা, দেশপ্রেম, মূলবোধও শিখবে।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে গরিব অসহায় ৪৪ জনের মধ্যে আড়াই লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.