বাড়ছে বজ্রপাতের ঝুঁকি, দুই মাসে ১২৬ জনের মৃত্যু

ঢাকা প্রতিনিধি: এ বছরে সারাদেশে মে ও জুন মাসে বজ্রাঘাতে ১২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৩ জন। নিহতদের মধ্যে সাতজন শিশু, নারী ২১ জন এবং ৯৮ জন পুরুষ।মে মাসে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৬০ জনের। এর মধ্যে নারী নয়জন, শিশু তিনজন এবং ৪৮ জন পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ জন। জুন মাসে মারা গেছেন ৬৬ জন। এর মধ্যে ৫০ জন পুরুষ নারী ১২ জন এবং শিশু চারজন। এছাড়া আহত হয়েছেন মোট ২৫ জন।

আজ শনিবার সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামের একটি বেসরকারি সংস্থার জরিপে উঠে এসেছে এসব তথ্য।

১০টি জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকা, কয়েকটি অনলাইন নিউজপোর্টাল ও টেলিভিশনের স্ক্রল থেকে এসব তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি।

সংস্থাটির জরিপ মতে, বজ্রাঘাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। এছাড়া, সাতক্ষীরা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলায় বজ্রাঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.