যুবলীগ নেতা চট্টগ্রামে গুলিতে নিহত

 

বিটিসি নিউজ ডেস্ক: শুক্রবার আনুমানিক বিকেল ৪টায় চকবাজারের ডিসি রোড মিয়ার বাপের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।  চট্টগ্রাম নগরীর চকবাজারে কেবল টিভির (ডিশ) ব্যবসা নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। ওই এলাকার নুরুল ইসলামের ছেলে নিহত ফরিদুল। তিনি চকবাজার ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ডিসি রোড থেকে আসা গুলিবিদ্ধ অবস্থায় নুরুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। চমেকের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বুকে গুলি লাগায় মারা গেছেন ফরিদ।’

প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, ডিসি রোডের গনি কলোনি এলাকায় দীর্ঘদিন ডিশ ব্যবসা করে আসছিল যুবদলের নেতা এমদাদুল হক বাদশা। কেসিটিএনের তিন মালিক হলেন- এমদাদুল হক বাদশা, প্রসুন কান্তি নাগ ও শ্যামল কুমার পালিত। নিহত ফরিদুল এমদাদুলের বন্ধু। বাদশার কেসিটিএন কেবল নেটওয়ার্কের ৮ শতাধিক গ্রাহকের লাইন জোর করে কেটে দিচ্ছিল প্রতিপক্ষ ফয়সাল গ্রুপের লোকজন। গতকাল সকাল থেকেই মুখোমুখি অবস্থানে ছিল। বিকেলের দিকে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

কুতুব উদ্দিন কেসিটিএনের কর্মচারী জানান, স্থানীয় একটি পক্ষ ডিশ ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করছিল। গতকাল তারা কামাল কলোনির মুখে গুলি চালিয়ে ব্যবসার দখল নিতে গেলে ফরিদুল ইসলাম বাধা দেন। এ সময় তার গায়ে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দু’পক্ষকেই হেলমেট মাথায় দিয়ে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ডিশের লাইন দখল-বেদখলের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার সময় শ্বশুরবাড়ির সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভর মোটরসাইকেল ভাংচুর করে যুবলীগ সন্ত্রাসীরা। সাংবাদিক নেতার মোটরসাইকেল ভাংচুর করায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে অভিযুক্ত সন্ত্রাসী ফয়সাল, মুছা, মাসুদ, ফরিদ ওরফে ক্যাডার ফরিদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.