যুক্তরাষ্ট্রের তৈরি ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে মস্কো। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বাহিনী ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ রাশিয়ার বেলগোরোডে মার্কিন তৈরি চারটি অ্যান্টি-রেডিয়েশন মিসাইল ভূপাতিত করেছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো এমন দাবি করল মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক সংবাদ সম্মেলনে জানান, বেলগোরোড অঞ্চলের আকাশসীমায় চারটি আমেরিকান অ্যান্টি-রাডার (এইচএআরএম) ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।
মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ‘এইচএআরএম’ একটি এয়ার-টু-সারফেস উচ্চগতির অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। এটি রাডার সজ্জিত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার খোঁজ ও ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে।
বেলগোরোদের গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভের দাবি করেন, রোববার (১৮ ডিসেম্বর) ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ও শিল্প ভবন। ওই হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.