যুক্তরাষ্ট্রকে এরদোয়ানের হুঁশিয়ারি

(যুক্তরাষ্ট্রকে এরদোয়ানের হুঁশিয়ারি–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে বলে হুঁশিয়ারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে গত মঙ্গলবার (০১ মে) এরদোয়ান এই মন্তব্য করলেন। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি-কে দেওয়া এক সাক্ষাতকারে এরদোয়ান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করছে, তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে।
তিনি আরও বলেন,  আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে ভুল করেছে। এই স্বীকৃতির পর তুরস্কের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে।

আগামী ১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোয়ান বৈঠক করবেন। এটি হবে এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। ন্যাটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে একধরনের উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনাসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.