যাত্রীবাহী গাড়ি টেনে নিল বাঘ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাঘের শক্তি সম্পর্কে সবাই জানেন। প্রাণীটির নাম শুনলেই একধরনের আতঙ্ক বিরাজ করে মনে। তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
ভিডিটি শেয়ার করেছেন ভারতীয় প্রতিষ্ঠান মাহেন্দ্রা গ্রুপে চেয়ারম্যান আনান্দ মাহিন্দ্রা। এতে দেখা যায়, কামড় দিয়ে যাত্রীবোঝাই গাড়ি সরাচ্ছে একটি বাঘ।
একটি বাঘ দাঁড়িয়ে থাকা পর্যটকবাহী একটি এসইউভি গাড়িকে কামড় দিয়ে টেনে নিচ্ছে। অন্য গাড়ি থেকে পর্যটকরা এই ঘটনার ভিডিওটি ধারণ করেছেন।
এ সময় তাদের চিৎকার করতে শোনা গেছে, ঈশ্বর সে (বাঘ) পুরো গাড়িটি টেনে নিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের ব্যানারঘাটা জাতীয় উদ্যানে।
ভিডিওতে দেখা যায়, বাঘটি প্রথমের গাড়ির পেছনের বাম্পারে কামড় দেয়। এক সময় বাম্পার কামড়ে ধরে গাড়িটিকে পেছনের দিকে টেনে নিতে সক্ষম হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.