যশোর সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা থানার মাসিলা সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা মাসিলা সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল গদাধরপুর এলাকায় টহল চলাকালীন একজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশে থামতে বলা হলে লোকটি দৌড়ে পালিয়ে যায়। টহলদল তৎক্ষনাৎ লোকটিকে ধাওয়া করলে তার কাছে থাকা একটি ছোট ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ৫০ লাখ টাকা।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.