দুপচাঁচিয়ায় ছিনতাইয়ে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি-ছিনতাইয়ের কাজে বাধা দেওয়ায় আপন বড় ভাই ও তার বন্ধুরা মিলে ছোটভাই মালেক সরদারকে হত্যা করে।
দুপচাঁচিয়ার চেঙ্গা মহল্লায় বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে শুক্রবার সকালে মালেকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় দুপচাঁচিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল- চেঙ্গা গ্রামের তারেক (২১) ও মোক্তার হোসেন (২১) এবং আদমদীঘির মুরইলের মাহবুব হোসেন (৩০)। এর মধ্যে তারেক নিহত মালেকের আপন বড় ভাই।
শনিবার বেলা ১২টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে করেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র এএসপি নাজরান রউফ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহবুব, মোক্তার ও তারেক উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই ও মাদক সেবন করে। তারেকের ভাই মালেক এসব বিষয় জানতো। সে তার ভাই তারেককে এসব অপরাধ না করার জন্য নিষেধ করত এবং বিষয়টি পুলিশকে জানানোর ভয় দেখিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ডের চারদিন আগে তারেককে মারধর করে মালেক। এরপর তারেক ও তার সহযোগীরা মালেককে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে মালেককে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্তরা।
নাজরান রউফ আরও বলেন, মালেকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে। পরে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও হত্যার বিষয়টি স্বীকার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.