মোড়েলগঞ্জে ১৬ ইউনিয়নে দলীয় মনোনয়ন চাইলেন ১৩৭ জন


মোড়েলগঞ্জ প্রতিনিধি: প্রথম ধাপে আসন্ন ইউপি নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৬টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবেদন করেছেন ১৩৭ জন।
আজ বৃহস্পতিবার আবেদনের শেষ দিনে আওয়ামী লীগ কার্যলয়ে এ আবেদন ফরম জমা প্রদান করেন  প্রতিটি ইউনিয়নের একাধিক প্রার্থীরা।
আবেদন করেছেন যারা বারইখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. ইলিয়াস হোসেন দুলাল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য গোলাম মাওলা হাওলাদার, এইচএম মুরাদ হোসেন, জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান, তেলিগাতি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, পঞ্চকরণ ইউনিয়নে উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত আলী শেখ, পুটিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, এম. মায়া মাতৃব্বর, নিশানবাড়িয়া ইউনিয়নে তাতীলীগের জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মো. শাকাওয়াত হোসেন কাঞ্চন ফরাজী, রামচন্দ্রপুর বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মহিদ হোসেন স্বপন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন পান্না ১৬টি ইউনিয়নের ১৩৭ জন মনোনয়ন প্রত্যাশীরা এ আবেদন জমা দিয়েছেন।
এ সর্ম্পকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ইউপি নির্বাচনে এ উপজেলার ১৬টি ইউনিয়নে শেষ দিনে মোট ১৩৭ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাদের বায়োডাটাসহ আবেদন জমা দিয়েছেন। সকল আবেদন জেলা পর্যায়ে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.