মোরেলগঞ্জে এমপি ডা. মোজাম্মেল হোসেন চলে গেলেন না ফেরার দেশে

          (চিরনিদ্রায়  ডা. মোজাম্মেল হোসেন ১৯৭৩ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি, ১৯৯১ সাল থেকে এমপি)
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন আর নেই। ৮০ বছর বয়সে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হয়। বেলা ২ টায় বাগেরহাটে, বিকেল সাড়ে ৩টায় মোরেলগঞ্জ সশস্ত্র সালামসহ জানাজা ও  বিকেল ৫টায় কচুবুনিয়ায় ৪র্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডা. মোজাম্মেল হোসেন ১৯৪০ সালে মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রামে জন্মগ্রহন করেন। পিতা রহমত আলী ছিলেন ওই সময়(পাকিস্তান আমল) ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন। ডাক্তারি পাশের পরে পিতার নির্দেশে ২ টাকা ফি নিয়ে রোগী দেখতেন এলাকায়। পারিবারিক জীবনে তার ১ ছেলে সন্তান রয়েছে। নাম ড. মাহমুদ হোসেন বিপ্লব। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

মোজাম্মেল হোসেন ১৯৭৩ সালে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে টিকে থাকেন ১৯৭৮ সাল পর্যন্ত। এরপরে ১৯৭৯ সালে বাগেরহাট মহাকুমা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিলেও তাকে সভাপতি পদে রাখা হয়। টানা ৪০ বছর নেতৃত্ব দিয়েছেন জেলা আওয়ামী লীগে।

ডা. মোজাম্মেল ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন বাগেরহাট-১(চিতলমারি, মোল্লারহাট, ফকিরহাট) আসনে। ১৯৯৬ বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে এমপি নির্বাচিত হন। ওই সময় মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হন। এর পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও মোরেলগঞ্জ-শরণখোলা আসনে এমপি নির্বাচিত হন। আমৃত্যু এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন।

ডা. মোজাম্মেল হোসেন এমপি ও মন্ত্রী থাকাকালে নিজ এলাকায় পিতার নামে রহমত আলী মাধ্যমিক বিদ্যালয়, রহমত আলী শিশুসদন, ডা. মোজাম্মেল হোসেন কারিগরি কলেজ, মহিলা কৃষি প্রশিক্ষণ ইনিষ্টিটিউট স্থাপনসহ বহু উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন।

ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপ্রতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ খুলনা, বাগেরহাট ও মোরেলগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জানাজা পূর্বে তারা সকলে মোজাম্মেল হোসেনের কফিনে পুষ্পার্ঘ অপর্ণ করে শেষ শ্রদ্ধা জানান।

ডা. মোজাম্মেল হোসেনের মোরেলগঞ্জে জানাজায় যারা ছিলেন:

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, পৌর মেয়র হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, ডা. মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে অধ্যাপক ড. মাহমুদ হোসেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই- আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, মোড়েলগঞ্জে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, ওসি কেএম আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, চেয়ারম্যান মাহমুদ আলী, শরণখোলা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গভীর শোক: এদিকে ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মাস বাংলা গ্রæপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, চেয়ারম্যান মো. আকরামুজ্জামানসহ বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ। অপরদিকে গভীর শোক জানিয়েছেন উপজেলা তাঁতীলীগ সভাপতি মো. হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.