মোদী পদবী ইস্যুতে শীর্ষ আদালতের রায়ে স্বস্তি রাহুল গান্ধীর

কলকাতা (ভারত) প্রতিনিধি: মোদী পদবী ইস্যুতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর একটি মন্তব্যকে কেন্দ্র করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়। পাশাপাশি সাস্তি স্বরূপ আদালতের দ্বারস্থ হয় শাসক শিবির।
তাতে করে গুজরাতের শীর্ষ আদালত রাহুল গান্ধীকে দু-বছরের কারাদণ্ড ঘোষণা করে। একই রায় বহাল রাখে এলাহাবাদ হাইকোর্ট।
দেশের সুপ্রিম কোর্টে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করলে আজ শীর্ষ আদালত হাইকোর্টের রায়গুলোকে একযোগে খারিজ করে দেন এবং এক পর্যবেক্ষণে জানায় এই ধরনের ট্রায়াল মন্তব্য করার হাইকোর্টের কোনও অধিকার নেই।
স্বভাবতই এই রায়ে স্বস্তি রাহুল গান্ধীর ও কংগ্রেস শিবিরের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.