কলকাতার বেহালাতে লড়ীতে পিস্ট হয়ে এক পড়ুয়ার মৃত্যু

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ সকাল ৬-৩০মিঃ নাগাদ প্রাথমিক শ্রেণীর শিশু পড়ুয়া স্কুলে যাবার সময় তড়িঘড়ি রাস্তা পার হতে গিয়ে লড়ীতে পিস্ট হয়ে স্পটেই মারা যায়। ওই পড়ুয়ার সাথে তার বাবাও ছিল। তিনিও গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি করান হলে পরে মৃত্যু হয়।
স্বভাবতই এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আশেপাশের স্কুলের অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করে ও ঘাতক লড়ীটিতে অগ্নিসংযোগ করে।
স্থানীয় সূত্রের খবর,ঘাতক লড়ীটি কর্পোরেশনের মাটি-পলি তুলে থাকে।
সকাল বেলায় পড়ুয়াটি তার বাবার সাথে স্কুলে যাবার সময় রাস্তা পার হতে গিয়েই এই বিপত্তি। পড়ুয়াটি দ্বিতীয় শ্রেণীর একটি সরকারী স্কুলের ছাত্র ছিল। সাত সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার সহ এলাকাবাসীরা শোকাহত।
এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশের বিশাল বাহিনী এসে তাদের হটিয়ে দেয় ও স্কুলের দেওয়ালে টিয়ার গ্যাসের সেল ফাটায়।
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সপ্তাহে এই ধরনের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রশাসন যথেষ্ট অস্বস্তিতে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন ও মুখ্যসচিব সহ পুলিশ কমিশনারকে তলব করেছেন ও কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.