মে দিবস উপলক্ষে পাবনা জেলা শ্রমিক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পাবনা নিউ মার্কেটে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির আয়োজনে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হ্যারিক হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, এম.এ. আজিম, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আমিনুর রহমান মানিক, আব্দুল্লাহ শেখ, কামাল হোসেন, সেলিম হোসেন, আশরাফুল আলম সুমন, সোহরাব হোসেন, বিপ্লব চৌধুরী, মাহবুব নবী, শিমুল, শেখ জনি, মো. রাজু, আমির হোসেন রিপন, আ. আলিম, মো. তাইজাল হোসেন, নূর মোহাম্মদ নাসিম, শামিম হোসেন, সেলিম রেজা, মো. জামিরুল, পাবনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম আশরাফ, আটঘরিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. বুলবুল, মালঞ্চি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রানা মুন্সী, সাদুল্লাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রইচ, সজল হোসেন, মো. হালিম, প্রদীপ নন্দন প্রমূখ।
এসময় শ্রমিক নেতা মো. হামিদুল, আলতাব হোসেন লিখন, আ. হালিম, রিপন, মো. মামুন, আরিফ মোস্তাক, হকার্স লীগের সাধারণ সম্পাদক নয়ন হোসেন, সাদুল্লাপুর ইউনিয়নের শ্রমিক নেতা রোহিত, মনসুর, আইয়ুব মল্লিক, মানিকসহ পাবনা সদর উপজেলা শাখা কমিটি, পৌর শাখা কমিটিসহ পাবনার সদর উপজেলার অর্ন্তভুক্ত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি; বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার অর্ন্তভুক্ত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিসভায় বক্তাগণ সাবেক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্তৃক বর্ধিতসভার নোটিশ পাঠিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তী সৃষ্টি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বক্তব্যকালে তারা আরও বলেন, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলার আহ্বায়ক কমিটি থাকা সত্তে¡ও একটি সংগঠনের বিলুপ্ত কমিটির সাবেক সম্পাদক কিভাবে বর্ধিত সভার আহ্বান করেছেন তা আমাদের বোধগম্য নয়। তারা একে অগণতান্ত্রিক, সংগঠনের নিয়মবর্হিভূত, সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী, শিষ্ঠাচার, শৃঙ্খলা বহির্ভূত কাজ বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও পাবনা জেলা আওয়ামী লীগকে অবহিত করেছেন বলেও জানান।
পাবনা জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পাবনা জেলার শ্রমিকদের বিলুপÍ সাবেক কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিভ্রান্ত ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে এবং সেই সাথে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে মহান মে দিবসের সকল কর্মসূচীকে সফল করতে সকলকে উপস্থিত হবার জন্য আহবান জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.