মুজিববর্ষ উপলক্ষে গুরুদাসপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নাটোর প্রতিনিধি: গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় আনোয়ার হোসেনের আমবাগানে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে সমাপ্ত হলো ৮টিমের গঠিত বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে টুর্নামেন্টের ফাইনালে উল্লাপাড়া দলকে দুই এক সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাটমোহর ব্যাডমিন্টন একাডেমির সোয়াদ জুটি।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন চাটমোহরের বিজয়ী দলের সোয়াদ ও ম্যান অব দ্য সিরিজ হন উল্লাপাড়ার তরুন খেলোয়ার ইয়ামিন।

সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।

এসময় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন, ওসি মো. মোজাহারুল ইসলাম, উপাধ্যক্ষ (অবঃ) আব্দুস সালাম মন্ডল, সাবেক রাবি ছাত্রলীগ সভাপতি আহম্মদ আলী মোল্লা, অধ্যাপক আবুল কালাম আজাদ, দৈনিক দিবারাত্রী’র নির্বাহী সম্পাদক এমএম আলী আক্কাছ প্রমূখ উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ উপলক্ষে কাঠ ব্যবসায়ী আমিরুল ইসলাম আন্টু, হারুনুর রশিদ ও শ্রমিক নেতা বাহাদুর সরকার বঙ্গবন্ধুর নামে ওই টুর্নামেন্টের আয়োজন করেন।

বিজয়ী দল চাটমোহর ব্যাডমিন্টন একাডেমিকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ উল্লাপাড়া-১ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং মেডেল প্রদান করেন অতিথিরা।

খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যাক্তিত্ব মো. আব্দুর রাজ্জাক মুন্সী। সহযোগিতায় ছিলেন সরোয়ার্দী হোসেন মাস্টার, কামাল সরকার, সাইফুল ইসলাম, আরিফ মোল্লা, জাকির হোসেন, সোহেল রানা, শিপন, মিলন ও রিকো। খেলাটির পরিপূর্ণ বিনোদন উপভোগ করেন শত শত দর্শক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.