মির্জাগঞ্জে ছাত্রলীগ’র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত-১০

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটি অনুমোদন দেয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হন।
আহতরা হচ্ছেন: নাঈম মৃধা, আব্বাস মল্লিক, নুরুল হক মৃধা, তারিকুল ইসলাম রুবেল, কামরুল, সাইফুল ফকির, হাসান হাওলাদার, শাকিল, হৃদয় ও রাজিব খান।
সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদবঞ্চিত মো. রাকিব মৃধা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে তাতে অছাত্র, জামায়াত-বিএনপি অন্তর্ভুক্ত করে ত্যাগী সক্রিয় নেতা কর্মীদের বাদ দেয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় এবং এ সময় পুলিশের লাঠিচার্জে ১০ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।
মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম বিটিসি নিউজকে জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.