উজিরপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন : এমপি শাহে আলম

উজিরপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুখে শান্তিতে রাখতে সর্বদা কৃষকদের কথা ভাবেন বলেই কৃষিতে আজ স্বয়ং সম্পূর্ণ দেশ। বরিশালের উজিরপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদ এর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তৃতা করেন মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন সাহা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন শতাধিক কৃষক-কৃষাণি।
আলোচনা সভাশেষে কৃষি প্রযুক্তি মেলার ১১টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে আনবরত পরিশ্রম করে দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন। তাদেরকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.