মার্চের রেকর্ড গরমে নাজেহাল রাজ্যবাসী

কলকাতা (ভারত) প্রতিনিধি: এবছর মার্চের গরম অতীতের সব রেকর্ডকে টপকে গেল। পরিসংখ্যান বলছে,গত ১৯৪১ সালের ২৩শে মার্চ শহরে গরম পড়েছিল ৪১ ডিগ্রির কাছাকাছি।
এবার এতটা না হলেও ৩৩-৫ছিল।কিন্তু তীব্রতা বেশী ছিল সেই সাথে টানা ১১দিন গরমের এতটা অনুভূতি ছিল যা আগে কখনোই হয় নি। অন্তত আবহাওয়ার দপ্তর বলছে ১২২ বছরে মার্চের গরমের দাপট এতটা দেখা যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন,তার মূল কারন- আবহাওয়ার ঘোষণা থাকলেও এখনও একটিও মাঝারি বৃস্টি তথা কালবৈশাখি দেখে নি রাজ্য। পশ্চিম মধ্য ভারতেও গতবছর বৃস্টি সময়ে হয় নি বা কম হয়েছে।
প্রতিবেশী রাজ্যগুলো তে গরম প্রায় ৩৯ ছুঁইয়ে ফেলেছে।
বিশেষজ্ঞদের অভিমত মার্চে এতটা গরম খুবই অস্বাভাবিক। তাছাড়া প্রকৃতির খামখেয়ালিপানাতো আছেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.