বেহাত দিল্লিতে তৃণমূলের জমি

কলকাতা (ভারত) প্রতিনিধি: দিল্লিতে মোটামুটিভাবে সব রাজনৈতিক দলগুলোকে জমি দেওয়া হলেও তৃণমূলের জমি এখনও বেদখল হয়ে রয়েছে। এদিকে সম্পূর্ণ দখলদার মুক্ত জমি দেওয়াটা স্বরাষ্ট্র দফতরের দায়িত্বের মধ্যে পড়ে।
কিন্তু বারবার সংসদে এ নিয়ে প্রশ্ন করলেও দিল্লির পুলিশ প্রশাসন কোনও উচ্চবাচ্চ করছে না।
বর্তমানে কংগ্রেসের পরেই তৃণমূলের সদস্য সংখ্যা ৩৫ও কংগ্রেসের ৮৬। বিজেপির ৩৮৯।
গতকাল দীনদয়াল উপাধ্যায় মার্গে ডিএমকের পার্টি অফিস উদ্বোধন হয়ে গেল। সেখানে সোনিয়া গান্ধী সমেত উপস্থিত ছিলেন বিরোধীদলের হেভিওয়েট নেতারা। সেই মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা করে তৃণমূল তাদের জমির পুনরুদ্ধারের দাবি জানায়। যে জমিটি তৃণমূলের জন্য নির্দিষ্ট করা আছে অবিলম্বে দখলমুক্ত অবস্থায় তুলে দেওয়া হোক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা(ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.