মার্কিন বি-৫২ বোমারু বিমানকে তাড়া করল রুশ জঙ্গিবিমান

(মার্কিন বি-৫২ বোমারু বিমানকে তাড়া করল রুশ জঙ্গিবিমান–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সীমান্ত এলাকা থেকে তিনটি পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমানকে তাড়া করেছে দেশটির জঙ্গিবিমান।
রুশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) জানিয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় চারটি রুশ জঙ্গিবিমান মার্কিন ওই বোমারু বিমানগুলোকে তাড়া করে। খবর স্পুটনিকের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেরিং প্রণালিতে ওই তিনটি মার্কিন বোমারু বিমানের উপস্থিতি নিশ্চিত করে।
রুশ জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন করা মাত্রই দুটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৫ যুদ্ধবিমান মার্কিন বি-৫২ বিমানগুলোকে তাড়া করে এলাকাছাড়া করেছে।
সাম্প্রতিক সময়ে রুশ সীমান্তে ন্যাটো ও মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমানের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ অনেক বেড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.