জার্মানিতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৯ জনের মৃত্যু, নিখোঁজ অসংখ্য

(জার্মানিতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৯ জনের মৃত্যু, নিখোঁজ অসংখ্য–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম জার্মানির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানী ঘটেছে। এছাড়া নিখোঁজ আছেন আরও অনেকে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (১৪ জুলাই) রাতে শুরু হওয়া এই বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ছয়টি ভবন ধসে পড়েছে এবং নিখোঁজ আছেন অনেকে। জীবন বাঁচাতে বিভিন্ন বাসা-বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন লোকজন।
এর আগে স্থানীয় পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানান, লোকদের উদ্ধার করতে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে পুরো পরিস্থিতির সঠিক হিসাব হাতে নেই। উদ্ধার করার তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে দুই দমকলকর্মী ডুবে গেছেন। এ কাজে সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বন্যার ফলে অঞ্চলটিতে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.