মানুষ প্রশিক্ষিত না হলে এআই-এর অপব্যবহার বাড়বে : মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এর থেকে পরিত্রাণের উপায় কী? মানুষকে এআই চালানো শেখাতে হবে। তবেই এর অপব্যবহার কমবে। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে তিনি বললেন, ‘মানুষ প্রশিক্ষিত না হলে এআই-এর অপব্যবহার হবে।’
বিল গেটসের সঙ্গে এআই, ডিজিটাল বিপ্লব থেকে শুরু করে জি২০, প্রযুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মোদি। নিজের মত জানান।

মোদি বলেন, ‘জি২০-র আগে আমাদের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। শীর্ষ সম্মেলনের কার্যক্রম কীভাবে বিভিন্ন দিকে মোড় নিয়েছিল দেখেছেন। তবে আমার বিশ্বাস, জি২০-কে মূলধারায় আনা সম্ভব হয়েছে। এর উদ্দেশ্য গুলোর সঙ্গে আমরা একাত্ম হতে পেরেছি। আপনার অভিজ্ঞতাও একই রকম বলে আমার বিশ্বাস।’
উত্তরে গেটস বলেন, ‘জি২০-র আয়োজক দেশ হিসেবে ভারতকে দেখাটা দুর্দান্ত অভিজ্ঞতা। ডিজিটাল উদ্ভাবনের মতো বিষয়গুলো নিয়ে সত্যিই ভাল আলোচনা হয়েছে। ভারত যেভাবে সাফল্য অর্জন করছে তাতে আমাদের প্রতিষ্ঠান আশাবাদী। অন্যান্য দেশেও এই সাফল্যের প্রতিফলন দেখতে চাই আমরা।’
মোদি এআই-কে সঠিক পথে চালনা করার জন্য ব্যাপক প্রশিক্ষণের উপর জোর দেন। পাশাপাশি এআই উৎপাদিত কনটেন্টে ওয়াটারমার্ক দেওয়ার প্রস্তাবও রাখেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.