মাদক হলো অপরাধের সিড়ি, যুব সমাজকে বাঁচাতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে – রাজশাহী বিভাগীয় কমিশনার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর বলেছেন, মাদক হলো অন্য অপরাধের সিড়ি, যুব সমাজকে বাঁচাতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অপরদিকে, ইভটিজিং রোধ করতে জেলার আইন শৃংখলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এছাড়া বাল্যবিবাহ রোধ করতে হলে সকলকে সচেতন হতে হবে। সকলকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতাম‚লক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ, সদর ইউএনও মোসাঃ তাছমিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুনসহ অন্যরা।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, নারী শ্রমিক, ইউপি চেয়ারম্যান, সচিব, ইমাম, কাজী ও পুরোহিত নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভ‚মি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ভ‚মি মালিকদের মাঝে চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর।
ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, প্রতিরোধে সচেতনামূলক মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গোবরাতলা ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপু, ঝিলিম ইউপি চেয়াম্যান মোঃ লুৎফর রহমান, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ। সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকসানা আহমদ, মহিপুর এস.এ.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলে উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমামসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.