মাঝ আকাশে বিমানে ত্রুটি, কোমরে ব্যথা পেলেন মমতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে হঠাৎ ত্রুটির কারণে সাত হাজার ফুট থেকে দুই হাজার ফুটে নেমে আসলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।
গতকাল শুক্রবার (০৪ মার্চ) বারাণসী থেকে কলকাতায় ফেরার সময় বিমান থেকে নামার অল্প আগেই এ ঘটনা ঘটে।
আকস্মিক এই দুর্যোগে কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও আগে থেকেই তার কোমরে ব্যথা ছিল।
রাজ্য সরকারের ভাড়া করা ফ্যালকন বিমানে ইদানিং প্রয়োজনে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন। তবে এ দিন যে বিমানটিতে তিনি চড়েছিলেন, নির্দিষ্টভাবে সেই বিমানটিতে তিনি এর আগে সফর করেননি। ঘটনাচক্রে বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্যোগ কাটার মিনিটচারেক পর মুখ্যমন্ত্রীর বিমানটি কলকাতার মাটিতে নামে।
বিমানবন্দর সূত্রের খবর, বিমানটি হঠাৎ একটি ঝঞ্ঝার মুখোমুখি হতে যাচ্ছে দেখে পাইলট অত্যন্ত দ্রুততায় উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন। তাতেই প্রবল ঝাঁকুনি খায়।
বিমানের মধ্যে মুখ্যমন্ত্রী ও তার সহযাত্রীরা অবশ্য জানতে পেরেছিলেন, তাদের বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। সেটিই হল বিপত্তির কারণ।
বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, পাইলটের রিপোর্টের ভিত্তিতে তদন্তে নামবে ডিজিসিএ। তবে পাইলটের রিপোর্টে দ্বিতীয় কোনো বিমানের অস্তিত্ব ছিল কিনা, তা জানা যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.