মশা কমাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে পর্যন্ত এডিস মশা থাকবে সে পর্যন্ত ডেঙ্গু রোগীও থাকবে। এ জন্য আমাদের মশা কমাতে হবে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে চীন সরকারের ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মশার ওষুধ স্প্রে করতে হবে, নিজের আঙিনা, ঘরের ভেতর নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। এর বাইরে ডোবা-নালা যেগুলো রয়েছে সেগুলো সিটি করপোরেশন ও পৌরসভা পরিষ্কার করবে। তাদের আমরা সবসময় বলে আসছি, বছরব্যাপী একটি কর্মসূচি তাদের করা প্রয়োজন। এর মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তা না হলে প্রতি বছরই ডেঙ্গুর সমস্যা দেখা দেবে।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা বেড রয়েছে, আইভি ফ্লুয়িড বা স্যালাইনের কোনও অভাব নেই। ডেঙ্গুর চিকিৎসাও সঠিকভাবে দেওয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গু এখনও আছে। প্রতিদিন প্রায় ১০ জন ডেঙ্গুতে মারা যাচ্ছেন। দুই হাজারের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন।’
তিনি বলেন, ‘ঢাকার বাইরে এখন ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যুর হার বেশি। ঢাকায় সংক্রমণের হার কমে আসছে, কিন্তু মৃত্যু হচ্ছে। এর কারণ হলো, ক্রিটিকাল কেসগুলো ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হয়। লম্বা সময় জার্নি করে আসার কারণে অনেক সময় রোগী শক সিনড্রোমে চলে যায়। ফ্লুইডের অভাবেও তারা মৃত্যুবরণ করেন।’
নারীদের সংক্রমণ কম হলেও মৃত্যুর হার বেশি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নারীরা অনেক সময় চিকিৎসা নিতে দেরি করেন। নারীদের প্রতি আরও বেশি সজাগ হওয়া প্রয়োজন। তাদের তাড়াতাড়ি পরীক্ষা এবং চিকিৎসা দিতে হবে। তাহলেই নারীদের মৃত্যু হার কমে যাবে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে ১০ লাখ পিস ডেঙ্গু পরীক্ষার কিট দেবে চীন। এরই মধ্যে চীন থেকে কিছু কিট বাংলাদেশে এসেছে। আমাদের কাছে তা হস্তান্তর করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি কিটগুলোও দেবে তারা। এ ছাড়া বেশ কিছু যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দেবে চীন।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.