মরুভূমিতে তুষারপাত : তুষারপাতে ছেয়ে গেছে সৌদি’র পথঘাট

(মরুভূমিতে তুষারপাত : তুষারপাতে ছেয়ে গেছে সৌদি’র পথঘাট–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক বছর ধরেই সৌদি আরবের তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। পৃথিবীর অন্যতম উষ্ণ এই অঞ্চলে এবার তুষারপাত ঘটেছে। তুষারপাত ও ঝড়ের ঘটনায় চমকে উঠেছে বিশ্ববাসী।
শীতকালে সূর্যাস্তের পর জাঁকিয়ে ঠান্ডা তো পড়েই এখানে। কিন্তু তুষারপাতের মতো ঘটনা বেশ বিরল। তাই সতর্কতা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই বার্তা তারা ছড়িয়ে দিচ্ছে।

অন্যদিকে এমন বিরল মুহূর্তের সাক্ষী হতে দূর-দূরান্তের পর্যটকদের ভিড় জমাতে দেখা যাচ্ছে এখানে। তাদেরই তোলা চোখ ধাঁধানো ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে সাহারা মরুভূমিতে তুষারপাতের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর বৃহত্তম মরুভূমি বরফের চাদরে ঢেকে যাওয়ার পর, সেই নৈসর্গিক দৃশ্যের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। (সূত্র: খালিজ টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.