মনীষা কৈরালা জীবনের গল্প শোনাতে ঢাকায় আসছেন

 

বিটিসি নিউজ ডেস্ক: বাংলা একাডেমিতে ৮ নভেম্বর বসছে সাহিত্যের অন্যতম আন্তর্জাতিক আসর ঢাকা লিট ফেস্ট। এবারের উৎসবে অন্যতম চমক হয়ে আসছেন বলিউডের অন্যতম অভিনেত্রী মনীষা কৈরালা।

আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসবে তার আসার কারণ- নিজের জীবনের গল্প বলা। তার অভিনয় জার্নি ছাড়াও এই গল্পে তিনি তুলে ধরবেন ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক মানবিক গল্প।
সম্প্রতি মনীষা কৈরালা এ সংক্রান্ত বিষয় নিয়ে তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনে অংশ নেবেন বলেও আয়োজক সূত্র নিশ্চিত করেছে।
এ ছাড়া এবারের উৎসবে বিশ্বের অনেক নামজাদা সাহিত্যিকের সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের নারীবাদী লেখক ও অভিনেত্রী নন্দিতা দাস।
জানা গেছে, আগামী ৪ নভেম্বর সকালে ঢাকা লিট ফেস্ট ২০১৮-এর সার্বিক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলা একাডেমিতে। সেখানেই আনুষ্ঠানিকভাবে এবারের আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.