রাজশাহীতে নারী আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক:  গতকাল মঙ্গলবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে নারীদের জন্য একটি আসন বরাদ্দের দাবিতে মাঠে নেমেছে মহিলা আওয়ামী লীগ। এ দাবিতে গতকাল দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেছে তারা।

মানববন্ধনের আয়োজক রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন। মানববন্ধন চলাকালে সমাবেশে তিনি বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

কিন্তু নির্বাচনের মতো জায়গায় এখনও নারীরা অনেক পিছিয়ে। সংরক্ষিত আসনের বাইরে ৩০০ সংসদীয় আসনের অন্তত ১০০টিতে নারী প্রার্থী দাবি করেন মর্জিনা পারভীন। একইসঙ্গে রাজশাহীর ছয় আসনের একটিতে নারী প্রার্থী চান তিনি।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার অঙ্গীকার নারী এগিয়ে যাওয়া মানে দেশ এগিয়ে যাওয়া। তাই প্রথমবারের মতো সরাসরি একটি আসনের বরাদ্দের জন্য আন্দোলনে নেমেছি। এর অংশ হিসেবে আজ বুধবার বড়গাছিতে সমাবেশ করা হবে।

এরপর ৩ নভেম্বর শোডাউন করা হবে। ৬৪টি জেলায় যদি একটি করে আসন নারীর জন্য সরাসরি বরাদ্দ করা হয়। তাহলে নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন করতে মুখ্য ভূমিকা পালন করবে।’

তিনি এবার রাজশাহীর-৩ আসন পবা-মোহনপুরে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.