মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন উদ্ধোধন করেন ভাষা সৈনিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শব্দ সৈনিক কামাল লোহানি।

সভাপতিত্বে করেন রবীন্দ্র পুরস্কার পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভনর ড. আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন ও সিরাজগঞ্জ রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক নুর ই আলম হীরা।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক টি এম সোহেল।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানিয়েছেন দেশের রবীন্দ্র পরিষদের ৮৪ টি শাখার প্রায় ১ হাজার শিল্পী ও রবীন্দ্র ভক্তরা সম্মেলনে এসেছে। ৩ দিন ব্যাপি এই সম্মেলন শেষ হবে আগামী (৮ মার্চ) রবিবার। প্রতিদিন সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীতসহ পঞ্চ কবির গান পরিবেশন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.