ভেদাভেদ না রেখে আগামীকাল থেকে খুলে যাচ্ছে সমস্ত স্কুল

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল নবান্নের এক সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত স্কুলগুলো খুলে দিতে বলা হয়েছে। যেহেতু ১৫-১৮বছর বয়সি ৮৫শতাংশ পড়ুয়াদের টিকাকরণ হয়ে গিয়েছ সেই হেতু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীকাল থেকে সব শ্রেনীর ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা। ইতিমধ্যেই আজ থেকে সমস্ত শিক্ষকদের হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
কিভাবে ক্লাস শুরু হবে বা কতজন ছাত্রছাত্রী একসঙ্গে ক্লাসে বসবে সবটাই বিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। হোস্টেল গুলোর ক্ষেত্রেও বিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে সিদ্ধান্ত নিয়ে চালু করতে পারবে।
স্কুল খোলার পাশাপাশি আগামীকাল থেকে রাত্রিকালিন কার্ফু ১১টার পরিবর্তে ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত করা হয়েছে। কোভিড পূর্ববর্তী টাইম-টেবিল মেনে চলবে লোকাল ট্রেন ও মেট্রো তথা গণপরিবহন।
সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র থাকলে বিমান যাত্রীদের আরটি-পিসিআর বাধ্যতামূলক নয়। বাংলায় কোভিড পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে জীবন ও জীবিকা উভয়কে গুরুত্ব দিয়ে।কোভিড পরিস্থিতির উন্নতি হতেই শিথিলতা বাড়ানোর নির্দেশ সেই নীতি মেনেই এগিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.