কলকাতার নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের প্রথম ক্রাইমকনফারেন্স

কলকাতা (ভারত) প্রতিনিধি: নির্বাচন প্রক্রিয়া হেতু এতদিন দায়িত্ব নিয়েও শহরের নতুন পুলিশ কমিশনার শ্রী বিনীত গোয়েল থানার কর্তাদের নিয়ে ক্রাইমকনফারেন্স করতে পারেননি।
গতকাল সেই বকেয়া ক্রাইমকনফারেন্স হয়ে গেল সংশ্লিষ্ট থানাগুলির ওসি ও এসি তথা অন্যান্য পদমর্যাদার অফিসারদের নিয়ে।
যেহেতু নতুন পুলিশ কমিশনার খড়্গপুরের আইটি ব্যাকগ্রাউন্ডের ছাত্র,সেই হিসেবে বর্তমানে শহরে বেড়ে যাওয়া সাইবার সংক্রান্ত অপরাধকে প্রাধান্য দিয়ে কাজ করতে থানাগুলিকে নির্দেশ দেন। তিনি বৈঠকে বসে উপলব্ধি করতে পারেন অনেক অফিসারই টেকস্যাভি নন। তাঁদের জন্য দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেন।
শহরের বেড়ে যাওয়া সাইবার অপরাধ নিয়ে তিনি ঊষ্মা প্রকাশ করে তার জন্য আলাদা ডেটা তৈরি করতে বলেন। থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা পড়া স্বত্বেও কয়েকটি থানা তা ন্যাশনাল ট্র্যাকিং সিস্টেমে আপডেট করছেন না। প্রাথমিকভাবে সেই থানাগুলিকে সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে।
রাত্রিকালিন নৈশ পাহাড়ার ওপর তথা অনেক বয়ঃজ্যেস্ঠ মানুষ ভোরের বেলা বেড়াতে বেরোন,তাঁদের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে বাড়তি পুলিশ মোতায়েনের ওপর জোর দেন।
মোট কথা বর্তমান পুলিশ কমিশনার শহরে নিশ্ছিদ্র নিরাপত্তার ওপর নজর রাখতে চাইছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.