ভিয়েনায় লকডাউন’র বিরুদ্ধে বিক্ষোভ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবেলার জন্য অস্ট্রিয়ার লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এই লকডাউক প্রত্যাহারের দাবীতেই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
বার্তা সংস্থা দি গার্ডিয়ানের বরাতে জানা যায়, পুলিশের বাঁধা উপেক্ষা করেই অস্ট্রিয়াতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ থেকে আগে ধর পাকড় হলেও গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) সমাবেশে ধরপাকড়ের মাত্রা ছিল তুলনামূলক কম।
অস্ট্রিয়ার পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভিয়েনার সিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে অন্তত দুই হাজার মানুষ যোগ দিয়েছে। তবে আয়োজকরা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশী এবং জোর করে সরকারের পক্ষ থেকে অনেককে এই সমাবেশে যোগ দিতে দেয়া হয়নি।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নব্য-নাজি গোষ্ঠীর উচ্চ পর্যায়ের লোকজন এতে অংশ নিয়েছেন। সমাবেশে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.